খুলনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে খুলনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছে মহানগর জাতীয় পার্টি।
বুধবার দুপুরে নগরীর ডাকবাংলা মহানগর জাপা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন, মহানগর জাপা নেতা শাহ মো. লায়েকউল্লাহ, অ্যাডভোকেট মাসুদুর রহমান। পরে ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতাকর্মীদের মাধ্যমে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে, দলীয় কার্যালয়ে জেলা জাপার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বিডি প্রতিদিন/এমআই