ঝিনাইদহের শৈলকূপায় পানিতে ডুবে আজিজ নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম।
মৃত শিশু উপজেলার দুধসর গ্রামের আকুল মণ্ডলের ছেলে এবং একই গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজিজ তার সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে নতুন খননকৃত পুকুরে গোসল করতে নামে এবং ডুব খেলা শুরু করে। এসময় ডুব মারতে মারতে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে পরিবারসহ গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও পুকুরের গভীর পানিতে তাকে পায়নি। তবে কিছুক্ষণ পর পানিতেই তার লাশ ভেসে ওঠে।
বিডি প্রতিদিন/এমআই