গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে আজ শনিবার কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, উপজেলা চন্দ্রা এলাকায় শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুইটি চেকপোস্ট বসানো হয়েছে। আজ সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। পণ্যবাহী গাড়ির পাশাপাশি কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খান বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের ২৩টি চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে ২৪ ঘণ্টা পালাক্রমে ডিউটি করছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। লকডাউন কার্যকরে হাইওয়ে পুলিশ নিয়মিত টহলও দিচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর