২৮ জুলাই, ২০২১ ২০:২৫

নন্দীগ্রামে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিলেন এমপি মোশারফ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নন্দীগ্রামে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিলেন এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। 

নিজস্ব অর্থায়নে বুধবার দুপুরে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেন তিনি। এসময় চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে ছিল অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার, সার্জিকাল মাস্ক, অক্সিজেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেডক্যাপ। পরে বিজরুল মিয়াপাড়া জামে মসজিদে উন্নয়ন কাজ পরিদর্শন করেন এমপি মোশারফ হোসেন। 

প্রদানকালে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম মাস্টার, ভাটগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, বিএনপি নেতা আলেকজান্ডার, ওবায়দুল হক, গোলাম হোসেন, আলাউদ্দিন সরকার, তোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, আব্দুল হাকিম, হাসেম আলী মেম্বার, আবু বকর সিদ্দিক, মনজু রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, শাহীন, ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক মাহমুদ, পলিন, মেহেদী, আল আমিন, পলাশ, শাহীন, রাকিব প্রমুখ। 

এরআগে করোনাকালে ও প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের সাহায্যার্থে মানবিক সহায়তা (চাল-নগদ অর্থ) বিতরণ প্রস্তুতি সভা বেলা ১১টায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশারফ হোসেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর