গাজীপুরের কালিয়াকৈরে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেমিনার কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল।
আরও উপস্তিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই