মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে বৃষ্টির মধ্যে বিলে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আফজাল শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আফজাল শেখ ওই গ্রামের মৃত খালেক শেখের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটারদিকে বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাত সাড়ে ৯টার সময় বিল থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনরা।
রায়পুর গ্রামের বাসিন্দা ও বাবুখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান জানান, সন্ধ্যার সময় বৃষ্টির মধ্যে জাল নিয়ে মাছ ধরতে বের হয়। তখন বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। রাত ৯ টার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করেন। এ সময় প্রতিবেশি হাসিব মোল্যা পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবরটি জানতে পেরেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন