চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সুমন হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সুমন বুধবার বিকেলে কচুয়ার নিজ এলাকায় মোটরসাইকেল চালাতে গিয়ে গর্তে পরে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে বৃহস্পতিবার সে মারা যায়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার