ফরিদপুরে নানা আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ আগস্ট) রাতে শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান সংলগ্ন রেলগেট এলাকায় শোক দিবসের নানা কর্মসূচি গ্রহণ করে বুলবুল সরদার স্মৃতি পরিষদ। সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ড.যশোদা জীবন দেবনাথ সিআইপি।
আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বুলবুল সরদার স্মৃতি পরিষদের আহবায়ক সরদার মোঃ ইমরুল কায়েস বিদ্যুৎ। আরও বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল মৃধা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস মিয়া, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইতমাম হোসেন চৌধুরী, আবুল কাসেম তসলু।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত