মৌলভীবাজার শ্রীমঙ্গলে সাড়ে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মো. হিরন মিয়া (২২), মো. রশিদ মিয়া (২৪) ও সুমন ভৌমিজ (২৫)। আজ বৃহস্পতিবার উপজেলার সাতগাঁও এলাকার লছনা বাজার থেকে হিরন ও রশিদকে ছয় কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ী মো. রিমন মিয়া পালিয়ে যায়। অপর এক অভিযানে মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগান থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন ভৌমিজকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরোদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলাহাজতে প্রেরণ করা হবে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন