ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাপের কামড়ে ফারুক মিয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
ফারুক মিয়া শিমরাইল গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফারুক মিয়া বৃহস্পতিবার রাতে মাছ ধরতে গেলে তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে রেফার করেন। কুমিল্লা নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন