নোয়াখালীর সুধারামের হানিফ রোডের চর শুল্লকিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে নেশাগ্রস্ত রিয়াজ (২৯) নামে এক ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে একটি করই গাছ থেকে তার ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন।
সুধারাম থানার পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লকিয়া গ্রামের ইউপি মেম্বার আবু তাহের জানান, কারো সাথে কিছু হয়েছে কিনা আমার জানা নেই। তবে স্থানীয়রা জানান, হানিফ রোডের দক্ষিণে চর শুল্লকিয়ায় মাদক সেবিদের আড্ডা ও মাদকের ছড়াছড়ি রয়েছে। এই ব্যাপারে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ উদ্দিন জানান, মৃত যুবকটি নেশাগ্রস্ত ছিল। ময়না তদন্তের পর রহস্য উদঘাটন হবে।
বিডি প্রতিদিন/হিমেল