সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় জেলার কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ঘরবাড়ি ছেড়ে অনেকেই ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়েছে। অনেকে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিযেছে। টয়লেট তলিয়ে যাওয়ায় নারীরা চরম কষ্টে পড়েছে।
এছাড়া ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের চরম ক্ষতি হয়েছে। ঘরের ঘরের বেড়া আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শুকনো ও শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
পানিবন্দী তাহের মিয়া জানান, ঘরে পানি বাইরে পানি। চলাফেরা ও খাওয়া-দাওয়া সবকিছুতে কষ্ট ভোগ করতে হচ্ছে। দিনে একবেলা খেয়েও চলছে, না খেয়েও চলছে। ছেলেমেয়ের হাত পায়ে ঘা দেখা দিয়েছে। ওষুধ কেনার মতো সামর্থ্য নেই।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, আগামী ২ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তাতে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার পার হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই