বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে শামীম মিয়া (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোকুলপুর উত্তরপাড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
শামীম মিয়া ওই গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শামীমকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার