পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের কচ্ছপখালী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
এসময় পরিবহনটিতে থাকা ১৩ জন পর্যটক কমবেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবহন বাসটি ১৮/২০ জন যাত্রী ও ইলিশ মাছ নিয়ে কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা করে। কচ্ছপখালী নামক কালভার্টের কাছে পৌঁছালে পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে বাসটিতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়।
আহতরা হলেন- প্রান্ত, রমজান শরীফ, বাদল শেখ, জাহাঙ্গীর হোসেন, আশিক, নাঈম, আলম, মারুফ, মাসুদ রানা, ইমরান হোসেন, স্বপন,মনিরা, সুমন। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, নাটোরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মহিপুর থানা ওসি মো.মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ১৩ জন যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতের কোনো ঘটনা নেই। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরিবহন বাসটির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত