গাজীপুরে নৌকাভ্রমণে গিয়ে তুরাগ নদীতে নিখোঁজের দুইদিন পর বুধবার এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামসুল হক (৫২)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন মজলিশপুর নদীরপাড় এলাকার মৃত ইলম উদ্দিনের ছেলে।
জিএমপি’র সহকারি কমিশনার (সদর) রিপন চন্দ্র সরকার ও স্থানীয়রা জানান, গত সোমবার (৬ সেপ্টেম্বর) প্রতিবেশীদের সঙ্গে গাজীপুরের মজলিশপুর এলাকা হতে নৌকাযোগে নদীপথে টাঙ্গাইলে পিকনিক করতে যান শামসুল হক। রাতে ফেরার পথে (সাড়ে ৭টার দিকে) কালিয়াকৈর থানাধীন চা-বাগান এলাকায় নদীর উপর নির্মিত ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। স্বজনরাসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। নিখোঁজ হওয়ার দুইদিন পর বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে ভাটির দিকে খালিশাবর্তা এলাকায় শামসুল হকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। লাশটি ফুলে পঁচন ধরেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার