লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে গতকাল শনিবার বিকেলে এক অজ্ঞাত কিশোরের (১৭) মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রাম উপজেলার বেলতলী নামক স্থান দিয়ে যাওয়ার সময় একটি পিলারের সাথে বারি খেয়ে পড়ে যায় কিশোর (১৭)। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিস্তা ব্যারেজ এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত কিশোরটি মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অনেক চেষ্টা করেও তার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য আজ রবিবার লালমনিরহাট মর্গে পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির