চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মো. শহিদুল ইসলাম বাবু (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শহিদুল ইসলাম বাবু হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকবরবাটি তেনু মন্ডলপাড়া মহল্লার জালাল উদ্দিন আহমেদের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শালিস বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাঁপাইবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি তেনু মন্ডলপাড়া এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাউন্সিলর আব্দুল বারেকের নেতৃত্বে এক শালিস বৈঠক বসে। এসময় উভয়পক্ষের মধ্যে সমঝোতাও হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জমির সীমানায় নির্মিত বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে। এ সময় অপরপক্ষ বাধা দিতে গেলে একই এলাকার আব্দুল জব্বার তেড়ে এসে শহিদুল ইসলাম বাবুকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার