রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী। আগামীকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের স্মরণ করা হবে বলে জানান জানান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ। আজ সোমবার রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এ তথ্য নিশ্চত করেন।
তিনি বলেন, রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. শেখ আব্দুস সোবহান, সহসভাপতি আব্দুস ছাত্তার মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুদ্দিন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য হাসান ইমাম চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম এফ শফিউদ্দীন পাতা, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জলিল মল্লিক, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাজেদ আলী শেখ, খানখানাপুর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কোটন, বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম শেখ, বানিবহ ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মন্টু, সহসভাপতি আব্দুল লতিফ মুন্সী, সদস্য তাজুল ইসলাম মিয়া, বানিবহ ইউনিয়ন আ’লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান শেখ, বানিবহ ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. ওয়াদুদ মিয়া, বানিবহ ইউনিয়ন আ’লীগে ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন