২৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৮

মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় আটক ১১

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় আটক ১১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ৬ জন পুরুষ, ৪ জন নারী ও এক শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে সীমান্তের মুন্ডুমালা গ্রাম বদরের ইটের ভাটার সামনে থেকে তাদেরকে আটক করে শ্যামকুড় বিওপি সদস্যরা।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ উপজেলার কামরাংঙ্গিরচড় গ্রামের বাবুলের স্ত্রী রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২), একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে শুকুর আলী (৩০), শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং তার শিশু ছেলে জোনায়েদ হোসেন (০৫)। 

আটককৃতদের বিরুদ্ধে বৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সাপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর