ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিইউ পেঁপে-১ (টপ লেডি) পেঁপের ফলন ও গুনাগুণ নিয়ে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামে সুপ্রীম সীড কোম্পানির উদ্যোগে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সুপ্রিম সীডের এমডি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রক্টর ড. আরিফুল হক খান, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম আকরাম হোসাইন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, সহ-দপ্তর সম্পাদক আফতাব আহাম্মেদ মাহাবুব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌমিক চক্রবর্তী নিপুণ প্রমুখ। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উদ্ভাবিত নতুন জাত টপলেডী পেঁপের বাগান পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর