সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল হুদা মুকুট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেয়া শিতেশ তালুকদার মঞ্জু, আজাদুল ইসলাম রতন, হাবুল চৌধুরী, প্রমুখ।
এর আগে বেলা ১টায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করে সুনামগঞ্জ জেলা পরিষদ। এ সময় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ