নাটোরের লালপুরে ভেজাল গুড় সংরক্ষণসহ অবৈধভাবে আখ মাড়াইয়ের অপরাধে তিনজন ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার সোমবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়বাব গ্রামের সামছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৫), একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদুল ইসলামকে (৪০) ভেজাল গুড় সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং এক হাজার ৫শ' কেজি ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর ক্যামিকেল জব্দ করেন।
অন্যদিকে, অবৈধভাবে আখ মাড়াইয়ের অপরাধে গৌরীপুর গ্রামের মৃত মোছেরের ছেলে হাবিবুর রহমানের (৫০)নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এসময় রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির