বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডে গোদারপাড়া বাজার থেকে দক্ষিণ গোদারপাড়া পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলাম।
এসময় বগুড়া পৌরসভার নির্বাহি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী আরিফুর রহমান, স্থানীয় সমাজসেবক সামছুল মন্ডল, নুর আমিন মন্ডল, আব্দুস সামাদ, আরফান আলী, রতন শেখ, গোলাম রসুল উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে নির্মিত রাস্তাটির পিচ, খোয়া উঠে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। রাস্তায় পানি জমে থাকতো। পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামের প্রচেষ্টায় রাস্তার নির্মাণ কাজ শুরু হলো। রাস্তাটি আগের চেয়ে উঁচু করে নির্মাণ করা হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির