মাগুরায় বিনা উদ্ভাবিত জাতগুলো কৃষকের মাঝে নিবিড়ভাবে সম্প্রসারণের লক্ষ্যে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিনা উপকেন্দ্র মাগুরার আয়োজনে ও গবেষণা কার্যক্রম জোরদার কর্মসূচি বিনা ময়মনসিংহের সহযোগিতায় ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন, যুগ্ম পরিচালক (বীজ বিপণন) এ কে এম কামরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ময়মনসিংহ ড. মোহাম্মদ কামরুজ্জামান ও মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শেফাউর রহমান।
কর্মশালায় বৃহত্তর যশোর অঞ্চলের ৪০ জন কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া ও আধুনিক চাষ পদ্ধতি বৃদ্ধির বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই