মাগুরা জেলা কৃষকলীগের উদ্যোগে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বজ্রপাত প্রতিরোধে একযোগে ১০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে মিঠাপুর পদ্মবিলা খাল এলকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাাদক সাজ্জাদুল ইসলাম বিপু, হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিঠাপুর বটতলা থেকে গৌরীচরণপুর পর্যন্ত খালের দু’পাশে এ তালবীজ রোপন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন