সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ সপ্তমী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশে পূজারীগণ মায়ের পায়ে পূজায় অংশ নিতে সকালেই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে মন্দিরে উপস্থিত হন। পূজারীগণ অশুভ শক্তির বিনাশ আর বিশ্ব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন। এর আগে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয় এবং নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন