মৌলভীবাজারের মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের কদম হাটা এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, রাজ ও সাব্বির মোটর বাইক নিয়ে মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইকের পিছনে থাকা রাজের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক সাব্বির গুরুত্ব আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
বিডি প্রতিদিন/আল আমীন