যশোরের বেনাপোলের দুর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোলহের জেরে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু মুসা। তিনি দুর্গাপুর গ্রামের মনছের বিশ্বাসের ছেলে। আর অভিযুক্ত জামাইয়ের নাম তুহিন (২৫)। তুহিনের সাথে ৫ বছর আগে মুসার মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে আবু মুসা তার নাতি আরিয়ানকে জামাইয়ের বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার জামাই তুহিনসহ তার ছোট ভাই রুহিন (২০), বাবা আব্দুল কুদ্দুস (৫৫), চাচা সুসানসহ (৪৫) কয়েকজন এলোপাতাড়ি মারধর শুরু করে।
পরে এলাকাবাসী ও আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই