পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, পানি ব্যবস্থাপনার জেলা ও উপজেলা কমিটিগুলোকে কার্যকর করতে হবে। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্থ না হয় সে ভাবেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। পানি ছাড়া একেবারেই চলা সম্ভব নয়। তাই পানি আইনের সার্বিক বাস্তবায়ন করতে হবে। সকল বিভাগকে সমন্বয় করে পানি আইন বাস্তবায়নে কাজ করতে হবে। পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই। নদীগুলো যেন প্রাণ ফিরে পায় সেদিকে এখনই নজর দিতে হবে। পানি অপচয় রোধ করতে জনসচেতনতার বিকল্প নেই।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুরর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দেলওয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
মতবিনিময় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান, বিআইডাবিøউটিএ এর সহকারী প্রকৌশলী মোঃ তানজিমুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর ইসলাম, দিনাজপুর বিসিকের ডিজিএম হুসনে আরা খাতুন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ওয়ারপো এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুল হক।
বিডি প্রতিদিন/এএম