ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে। এর আগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক লীগ নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রমিজুল ইসলাম, শাহরুল আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের ফুলপুর উপজেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মোড়ল, ফুলপুর সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সাত্তার, রূপসী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন