গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকা থেকে সোমবার দুপুরে র্যাব-১ অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় আবুল কালাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার খাটাইল উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। পরে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ সদস্যরা উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অভিযান চালায়। এসময় আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে মোট ৬ হাজার ৪০০ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই