কক্সবাজারের টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে কবুতরের খাঁচার ভেতর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৯ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ মো.ওসমান গনি (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি কক্সবাজার জেলার করলিয়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, শীলখালী অস্থায়ী চেকপোস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি পরিবহন চেকপোস্টে আসলে সেটিকে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালীন আটক যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে ও তার স্বীকারোক্তিতে সাথে থাকা কবুতরের খাঁচার মধ্যে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ২৮ লাখ সাড়ে ১২ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত