ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সৈয়দ আ. আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, মাসুদ করিম সাজু, তথ্য ও গবেষনা সম্পাদক জাকারিয়া খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, শ্রমিক লীগ যুগ্ম-আহ্বায়ক আব্দুল আউয়াল, আলমগীর সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর যুবলীগ সভাপতি কামাল আহমেদ প্রমুখ।
মঙ্গলবার (১২ অক্টবর) প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষ্যে আয়োজিত সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত