বাগেরহাটের মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
বুধবার শারদীয় দুর্গা পূজার মহাষ্টমীর দিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌরসভার কেন্দ্রীয় বটতলা মন্দির, বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মণ্ডপ, টাটিবুনিয়া মন্দির, দ্বিগরাজ কালী মন্দির ও বুড়িরডাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির-মণ্ডপ পরিদর্শন করেন।
উপমন্ত্রী হাবিবুন নাহার বিভিন্ন মন্দির-মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় কুশল বিনিময় ও তাদের খোঁজ খবর নেন। তিনি করোনা বিধি-নিষেধ মেনে দুর্গোৎসব উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান।
উপমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সরকারী কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবার বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৬৩৬টি মন্দির-মণ্ডপে শান্তিপূর্ণ ও জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
বিডি প্রতিদিন/আবু জাফর