দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ম-বর্ণে ভেদাভেদ নেই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার আমলে সকল ধর্মীয় উৎসব হয় শান্তিপূর্ণ।
বুধবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদেশে সকল ধর্মাবলম্বীর বসবাস। আওয়ামী লীগ সরকার এদেশের সকল ধর্মের মানুষের মধ্যে সমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। করোনাভাইরাসের সংক্রমণ
মোকাবিলায় সরকার সকল ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন মিনিস্টার (কনসুলার ও শিক্ষা) ড. নিতীশ বিরদী, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি মো. শেখ শহিদুল ইসলাম, উপজেলা নিবাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, একেএম শহিদুল হক বাবুল, সাংস্কৃতিক সম্পাদক এবিএম মাহবুবুর রহমান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত