মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও বরিশাল রেঞ্জ এর ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ১৫০ জন প্রতিযোগী অংশ নেন।
‘খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মুকুল প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রতিযোগিতায় ১১ কিলোমিটার অতিক্রমে প্রথম স্থান অধিকার করেন নয়ন, ২য় স্থান অধিকার করেন রাকিব ও ৩য় স্থান অধিকার করেন তারেক।
বিডি প্রতিদিন/আবু জাফর