চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২টি পিস্তুল, ৩টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ডালিম ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত ডালিম ইসলাম হচ্ছে- জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উল্লেখিত আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম