টাঙ্গাইলের সখীপুরে আইনশৃঙ্খলার মধ্যে দিয়েই চলছে শারদীয় দুর্গাপূজার উৎসব। বৃহস্পতিবার উপজেলার ৪২টি পূজামণ্ডপে সুষ্ঠু-স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার তক্তারচালা কামাড়পাড়া পূজামণ্ডপের সভাপতি প্রশান্ত কুমার সরকার বলেন, শারদীয় দুর্গাপূজার আজ নবমী। ব্যাপক লোকজনের সমাগম হচ্ছে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্ক অবস্থানে।
পূজার শুরু থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া প্রত্যেক পূজামণ্ডপ পরিদর্শন করতে আসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজখবর নিচ্ছেন। তারা আনন্দের সাথে নির্ভয়ে পূজা উদযাপন করছেন বলেও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, উপজেলার ৪২টি জায়গায় পূজা উদযাপন হচ্ছে। তারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।
বিডি প্রতিদিন/এমআই