গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা (৩৬)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকার আমেনা স্কুল রোডে। তিনি মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভাস্কর সাহা পূজার ছুটিতে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের সামনের চাকার টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
এতে প্রাইভেটকার দুমড়েমুচড়ে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা মাথায়, পায়ে এবং বুকে গুরুতর আঘাত পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই