বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য ঘটানো হয়েছে। হিন্দু ধর্মের কোনো লোক মন্দিরে কোরআন রাখবে, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্যই।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোটের ইন্ধনেই পূজামণ্ডপে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল এজেন্সি মাঠে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই