বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, দুর্গাপূজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার উৎসবের আমেজ সবার। এ কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় পংকজ নাথ ধর্ম, বর্ণ, নির্বিশেষে দেশ-জাতির সমৃদ্ধি-শান্তি কামনা করেন।
পরিদর্শনকালে সাংসদ পংকজের সাথে উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, অজয় গুহ, মুশফিকুর রহমান নিউটন, হানিফ বুলবুল, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, সাইফুল ইসলাম ও মনির জমদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম