১৮ অক্টোবর, ২০২১ ২০:৫৯

রংপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

রংপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, রংপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পুষ্পমাল্য অর্পণ শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রংপুর টাউন হলে আলোচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ীভাবে স্থাপনকৃত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর নগর ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব রাশেদুল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর