২১ অক্টোবর, ২০২১ ১৬:১২

সঙ্গী পেল সাফারি পার্কের সাম্বার হরিণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সঙ্গী পেল সাফারি পার্কের সাম্বার হরিণ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নরসিংদীর এক বাগান বাড়ি থেকে উদ্ধার হওয়া দুটি মাদি সাম্বার হরিণকে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের অবমুক্ত করা হয়। পার্কে দুটি সাম্বার হরিণ থাকলেও সেগুলো ছিল পুরুষ। উদ্ধার হওয়া সাম্বার হরিণ দুটি মাদি হওয়ায় প্রজণনের আশা জাগাবে সাফারি পার্কে।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন সাজ্জাত জুলকার জানান, হরিণ দুটির গায়ের অনেক জায়গায় চামড়া খসে গেছে। লোহার খাঁচায় পরিবহনের সময় এমনটা হয়েছে বলে মনে হয়। এমনিতে শারীরিকভাবে হরিণগুলো সুস্থ আছে। সাতদিন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নিয়ে এগুলোকে পার্কের অন্যান্য সাম্বারের সঙ্গে রাখা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, ইতোপূর্বে সাফারি পার্কের ওই হরিণ বেষ্টনীতে দুইটি পুরুষ সাম্বার হরিণ থাকলেও মাদি সাম্বার হরিণ না থাকায় সেখানে সাম্বার হরিণের প্রজনন হওয়ার কোন সুযোগ ছিল না। এখন সেখানে মাদি সাম্বার যোগ হওয়ায় প্রজনন ও তাদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর