হাকিমপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাড়াও বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির থাকলেও দিনাজপুরের হাকিমপুরে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা। সদস্য পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অনেকে।
অপরদিকে হাকিমপুরের তিন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন দুই জন।
হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে খট্টামাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মন্ডল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওছার রহমান। এ ছাড়াও জামিলউদ্দিন ও বিএনপি নেতা আবদুল মালেক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বোয়ালদাড় ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়েছেন বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছদরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মেফতাহুল জান্নাত এবং সতন্ত্র নুরুল ইসলাম।
আলীহাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম, তিনি এরআগে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লোকমান আলী মন্ডল, ইসলামী আন্দোলনের মোজাহারুল ইসলাম।
হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বলেন, ২১ অক্টোবর বাছাই শেষে উপজেলার তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্রসহ ১৩জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ঋণ খেলাপির অভিযোগে আলীহাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১১৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ২৭টি কেন্দ্রে তিন ইউনিয়নে ভোট হবে।
বিডি প্রতিদিন/হিমেল