সনাতন ধর্মলম্বীদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার বিকালে শহরের দয়াময়ী চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, হিন্দু, বৌদ্ধা, খৃষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বনিক, নারী উন্নয়নকর্মী শামীমা খান, উদীচীর সাংধারন সম্পাদক গৌতম কুমার সাহা, সন্তোষ কুমার রাজভর, সিদ্ধার্থ সংকর রায়, জাহাঙ্গীর সেলিম, তারিকুল ফেরদৌস, সৈয়দ তানভীর আহমেদ, মফিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল