ঢাকা-পটুয়াখালীগামী ডাবল ডেকার সম্রাট-৭ লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে পটুয়াখালী লঞ্চঘাটে পৌঁছানোর পর লঞ্চের স্টাফদের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তিনিসহ পুলিশের ঊদ্ধতন কর্মকর্তারা লাশটি শনাক্ত ও কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত