২৪ অক্টোবর, ২০২১ ১৪:৫৩
টেকনাফ

কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবার পরিচয় জানে না কেউ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবার পরিচয় জানে না কেউ

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া শামলাপুরের শীলখালী এলাকায় সবসময় ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এর মধ্যে হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন তিনি। আজ রবিবার একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন তিনি।

জানা গেছে, ভোররাতে প্রসব বেদনা উঠলে কর্তব্যরত এলাকার চৌকিদার নাম শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগল ও মানসিক রোগীদের নিয়ে কাজ করা সংগঠন মারোতের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এর সহযোগিতায় বাচ্চা প্রসবের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মা ও কন্যা শিশুটি বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন।

মা ও কন্যা শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন মানসিক রোগীদের তহবিল (মারোত) এর সভাপতি আবু সুফিয়ান।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর