২৫ অক্টোবর, ২০২১ ১৮:০৯

চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ২ সহস্রাধিক মানুষ

ফরিদপুর প্রতিনিধি

চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ২ সহস্রাধিক মানুষ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল চক্ষু ক্যাম্প। সোমবার দিনব্যাপী চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে পদ্মার বিভিন্ন চর ও নদী ভাঙ্গন এলাকার দুই সহস্রাধিক শিশু, নারী-পুরুষ বিনামূল্যে সেবা গ্রহণ করেন। এদের মধ্যে থেকে ৪শ জনকে বাছাই করা হয় ছানী অপারেশনের জন্য। যাদের পরবর্তীতে ফরিদপুরে বিনামূল্যে অপারেশনসহ সকল ওষুধ প্রদান করা হবে।
প্রতিবছর এই এলাকায় আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এবছর এই আয়োজনে সহায়তা করছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল।

এ উপলক্ষে চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার হোসেন, রোটারী ক্লাব অব ঢাকা রয়েল এর প্রেসিডেন্ট নওয়ীন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট ডা. শিরিন আনিস, স্বাচিপের সভাপতি রোটারিয়ান ডা. এমএ জলিল, রোটারিয়ান ডা. ঝুমু খান, রোটারিয়ান অধ্যাপক মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর