২৬ অক্টোবর, ২০২১ ২০:৩০

নেত্রকোনায় শেষ হলো ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শেষ হলো ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ’

পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণের উদ্বোধন।

নেত্রকোনায় সমাপ্ত হলো দুই দিনব্যাপী পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে নেত্রকোনা জেলার পাঁচটি পৌরসভার সকল কাউন্সিলরদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশলায় মঙ্গলবার সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিএিলজি) জিয়া আহমেদ সুমনের সভাপতিত্ব জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জেলার মদন, মোহনগঞ্জ, দুর্গাপুর কেন্দুয়া ও নেত্রকোনা সদর পৌরসভার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত মোট ৬০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আগামী দিনে জনগণের কল্যাণে পৌরসভার কার্যক্রমকে সঠিকভাবে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজে লাগাবে এই প্রশিক্ষণ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর