ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে শুকুর আলী (৬৫) নামে এক সাপড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাপুড়ের বাড়ি উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে।
জানা গেছে, এলাকাবাসীর কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে রাতে শুকুর আলী হাবিবপুর এলাকায় সাপ ধরতে যায়। এসময় গোখরো সাপটি ধরতে গেলে ডান হাতের কনুই ও কজ্বির মাঝামাঝি স্থানে পরপর ৪টি কামড় দেয়। সেসময় সাপুড়ে সাপটি বস্তায় ভরে সাথে করেই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কনক ও ডা.আকাশ তাৎক্ষনিক পর্যায়ে চিকিৎসা শুরু করেন। চিকিৎসার ১০ মিনিটের মধ্যেই সাপুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে কর্তব্যরত দুই চিকিৎসক জানান, তাকে সাপে কামড় দেওয়ার পর ভয়ে ওই সাপুড়ে চিকিৎসার দেওয়ার আগে স্ট্রোক করেছে। সেই কারনেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত